২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১২
শিরোনাম:

২০২৩ সাল থেকে পিএসসি-জেএসসি ও তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা থাকছে না : শিক্ষামন্ত্রী

সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমটি ২০২৩ সাল থেকে চালু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম-দশম শ্রেণিতে বিভাগ ভিত্তিক বিভাজন থাকবে না, বাধ্যতামূলক কারিগরি বিষয় পড়তে হবে। মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ না রাখার পরিকল্পনা, সাবইকে একই বিষয় পড়তে হবে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের হার দেখে চতুর্থ সপ্তাহ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন রুটিন করা হবে, নির্দেশনা না মানলে ব্যবস্থা গ্রহণ করা হবে।