২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩১
শিরোনাম:

বেশি যাত্রী হলেই নৌকার বিপদ হয়: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করছে। এই উন্নয়ন দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়। বেশি যাত্রী হলেই নৌকার বিপদ হয়।

তিনি বলেন, যারা পিট বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়। তাদেরকে আওয়ামী লীগে দরকার নেই। যারা মাদক, দুর্নীতি করে ও চাঁদাবাজি করে, আওয়ামী লীগে তাদের স্থান নেই। যাচাই বাছাই করে আওয়ামী লীগে কর্মী নিতে হবে।

রোববার গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের বেশিদিন বাকী নেই। দুইবছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় অতিথি পাখিরা ভোট চাইতে আসবে। তাদের লাল কার্ড দেখাতে হবে।

এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ উম্মে কুলসুম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।