১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১০
শিরোনাম:

মহাসড়ক অবরোধ করে ওপেক্স সিনহা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে কাঁচপুরে ওপেক্স সিনহা গ্রুপের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে তারা বিক্ষোভ করেন। শ্রমিকরা কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পণ্যবাহী যানসহ সব গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে প্রায় চার-পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ওই কারখানার কয়েক হাজার শ্রমিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে। সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও তারা সরেননি। পুলিশ চেষ্টা করছে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিতে।’

শ্রমিকদের অভিযোগ, বুধবার সকালে তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ার নোটিশ দেওয়া হয়। এ জন্য ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) মো. তোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নোটিসের বাইরে কোনও কথা বলতে চাননি। তিনি বলেন, ‘এখানে প্রশাসনের লোকজন আছেন। ইউএনও আছেন। পুলিশ আছে। তারা দেখছেন। আমাদের বক্তব্য আমরা নোটিশে বলেছি।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়া জন্য অনুরোধ জানালেও তারা সরছেন না। আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এদিকে, গত ৭ জুন প্রায় ১০০ কোটি টাকা বকেয়া আদায় করতে না পেরে ওই কারখানার গ্যাস সংযোগ কেটে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাত দিন পর গ্যাসের বকেয়া টাকা দিলে গ্যাস সংযোগ দেওয়া হয়। তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন বলেন, ‘মালিকপক্ষ কিস্তিতে তিতাসের বকেয়া বিল পরিশোধের অঙ্গীকার করায় জ্বালানি মন্ত্রণালয় থেকে পুনরায় সংযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী গত ১৪ জুন পুনরায় সংযোগ দেওয়া হয়।’