১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:০৮
শিরোনাম:

ই-অরেঞ্জ গ্রাহকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

বৃহস্পতিবার সকালে ই-অরেঞ্জে অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। তারা পুলিশ কর্মকর্তা সোহেল রানা ও এমপি মাশরাফির বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের বিরুদ্ধেও স্লোগান দেন ই-অরেঞ্জ গ্রাহকরা।

ভুক্তভোগীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম। পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা টাকা ফেরত চাই। সরকারকেই টাকা ফেরতের বিষয়ে উদ্যাগ নিতে হবে। সোহেলকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

পুলিশ জানায়, মৎসভবনের সামনে রাস্তা অবরোধ করতে চাইলে তাদের ছত্রভঙ করে দেওয়া হয়।