২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১
শিরোনাম:

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আইসিসির সপ্তম টি-টোয়েন্টি ২০২১ বিশ্বকাপের পর্দা উঠেছে। যার ২য় ম্যাচে ওমানের আমরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: ১. লিটন দাস ২. সৌম্য সরকার ৩. সাকিব আল হাসান ৪.মুশফিকুর রহিম ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. আফিফ হোসেন ৭. নুরুল হাসান সোহান ৮. মেহেদী হাসান ৯. সাইফউদ্দিন ১০. তাসকিন আহমেদ ও ১১. মুস্তাফিজুর রহমান।

যেহেতু আইসিসির টুর্নামেন্ট, তাই উইকেট স্পোর্টিং হতে পারে। তাই আজ একাদশে স্পিনার আধিক্য নাও থাকতে। তবে দলের একাদশ প্রসঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, বেশি স্পিনার নিয়ে খেলব না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে খেলেছি খুব সম্ভবত আজকের ম্যাচেও তেমন দল হবে।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের দুটিতে হারলেও স্কটল্যান্ড জিতেছে দুই ম্যাচেই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারের তিক্ততা দিয়েছে স্কটিশরা। এই হিসাব অনুযায়ী বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে স্কটিশদেরই এগিয়ে রাখতে হয়।

শেষ দুই ম্যাচের হিসাবে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি হলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হয় অন্য জায়গায়। লাল-সবুজের প্রতিনিধিরা এই মঞ্চের অভিজ্ঞ নাট্যকার। টাইগার বাহিনী ২০০৭ সাল থেকে এ যাবতকালের প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও স্কটল্যান্ড খেলেছে মাত্র তিন আসরে।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মানসি, কাইল কোয়েতজার (অধিনায়ক), ক্যালাম ম্যাকলাউড, রিচি বেরিংটন, ম্যাথুউ ক্রুস (উইকেটরক্ষক), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভে, সায়ফান শরিফ, ব্রাডলি উইল।