১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭
শিরোনাম:

বদরুন্নেসার সেই শিক্ষিকা রিমান্ডে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর রহমান এ আদেশ দেন।

এর আগে গতকাল (২০ অক্টোবর) বুধবার সকালে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেইলি রোডের নিজবাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এরপর র‌্যাব বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, রাজধানী পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারের বিরুদ্ধে মামলাটি করা হয়।