২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৯
শিরোনাম:

আগামী জাতীয় নির্বাচন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে ইইউ: চার্লস হোয়াইটলি

সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ঢাকায় নিয়োজিত ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চ্যানেল২৪ ও যমুনা টিভি

তিনি আরো বলেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ আছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। এ দেশটির স্টকহোল্ডার বা অংশীদার হিসেবে দিনশেষে আমরা দেখতে চাই, প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা কাউন্ট হয়েছে বা গণনা করা হয়েছে।