২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১
শিরোনাম:

খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার প্রশ্নে সংসদে মিথ্যা বলেছেন আইনমন্ত্রী: রিজভী

অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে মিথ্যা বলেছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী।

সংসদে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘গতকাল আইনমন্ত্রী বলেছেন, বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। কোন আইনে আছে? আপনি মিথ্যা কথা বলছেন।’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘তাহলে শেখ হাসিনা (ততকালীন বিরোধী দলীয় নেতা) কি করে বিদেশ গিয়েছিলেন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের আমলে?

আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল (আব্দুল জলিল) সাহেব কি করে সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছিল ? সেইদিন কোন আইন গিয়েছিলেন তারা ? আপনি তো মইন উদ্দিন-ফখরুদ্দিনের তখন দুদকের প্রধান আইনজীবী।’

রিজভী বলেন, ‘এর আগে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম আবদুর রব তখন কারাগারে। সেই অবস্থায় তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য উদাহরণ আছে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকারের কোনো সদিচ্ছা নেই বলে অভিযোগ বিএনপির এই বর্ষীয়ান নেতার। বলেন, সরকার যেকোনো মুহূর্তে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। আমরা এখনও আহবান জানাচ্ছি দেশনেত্রীকে তার উন্নত চিকিৎসা দেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।