২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
শিরোনাম:

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা। একইসঙ্গে সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল ১০টা থেকে ৪০০-৫০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় মিরপুর ১১ নম্বর ও ৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।