২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:১১
শিরোনাম:

খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে কিনা? প্রশ্ন মির্জা ফখরুলের (ভিডিও)

কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যারা জোর করে আগের রাতে ভোট ডাকাতি করে, কোনো ভোট না করে ক্ষমতায় বসে থাকতে পারে। যারা অবলীলায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে, যারা মানুষকে গুলি করে খুন করতে পারে, গুম করতে পারে তাদের দ্বারা কোনো কিছুই (স্লো পয়জনিং) অসম্ভব নয়।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে এমন বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়ে ফখরুল বলেন, বেগম জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয়, তাকে জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার।