২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
শিরোনাম:

করোনার শুরু থেকে শেষ

করোনা “সার্স” গোত্রীয় এক ভাইরাস । এটা ছোঁয়াচে এবং খুবই মারাত্মক RNA ভাইরাস। এর পূর্বনাম SARS-COV-2,যদিও একে আমরা COVID নামেই ডেকে থাকি। ২০১৯ সালে এর প্রার্দুভাব হয় বলে এর নাম দেওয়া হয় COVID-19। কোভিড নাম করণের আর একটি অর্থ আছে তা হলোঃ
CORONA- CO
VIRUS- VI
DISEASE- D
এভাবেই নামকরণ হয়েছে COVID। COVID এর উৎপত্তি হয় চীনের হুবেই শহরে ৩১ডিসেম্বর,২০১৯ সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) COVID-19 কে বৈশিক মহামারী হিসেবে উল্লেখ করে, ১১ মার্চ,২০২০।
যেভাবে COVID-19 ছড়ায় ঃ
• আক্রান্ত ব্যাক্তির হাঁচি কাশি থেকে
• আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসলে
• COVID-19 বিভিন্ন জড় মাধ্যমের দাড়াও ছড়িয়ে থাকে ।
• পশু পাখির মাধ্যমে কিন্তু তা খুবই অল্প পরিসরে।
বাংলাদেশে প্রথম COVID-19 ধরা পরে, ৮ মার্চ ২০২০ । COVID-19 এর সুপ্তিকাল ২-১৪ দিন।
করোনা আক্রান্ত ব্যাক্তির সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে – SUPPORTIVE THERAPY । কারণ আক্রান্ত ব্যাক্তি ভয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় ।মানুষ আক্রান্ত ব্যাক্তি কে তুচ্ছতাচ্ছিল্য করে ।
ঢাকা শিশু হাসপাতালের গবেষক “সেঁজুতি সাহার” নেতৃত্বে করোনার জিনোম সিকুয়েন্স উদঘাটন করেন ১৩মে ২০২০ সালে।