২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৭
শিরোনাম:

বিদ্যুতের তারে ঝুলছিল রং মিস্ত্রীর মরদেহ

গাজীপুরের মাওনা চৌরাস্তায় বহুতল ভবনে রং করার সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মৃত দুলাল মিয়া (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে মৃত নিজাম উদ্দিনের তিন ছেলে আমিনুল, আজিজুল ও নুরুল ইসলামের মালিকানাধীন ভবনে তিনতলায় রং করার সময় পাশের বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে তার মাথা লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সেখানেই প্রায় ঘণ্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রশি দিয়ে বেঁধে মরদেহ নামিয়ে শ্রীপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।