২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
শিরোনাম:

বিএনপির বিরুদ্ধে বিদেশে লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন: খন্দকার মোশাররফ

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।

তিনি বলেন, গত ১৪ বছর আওয়ামী লীগই এ লবিস্ট নিয়োগের কাজে জড়িত। যখন আমেরিকা থেকে একটি সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, যখন বাংলাদেশ গণতান্ত্রিক সামিটে দাঁড়াতে পারে না। তখন এই কথাগুলো উঠছে। আমাদের প্রশ্ন, আগে কেন এই কথাগুলো উঠেনি?

গত ১৭ জানুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, বাংলাদেশে বিরুদ্ধে প্রচারণা চালাতে গত ৫ বছরে বিএনপি-জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্মে কত টাকা দিয়েছে তার প্রমাণ আছে। তিনি আরও দাবি করেন, চুক্তি সংক্রান্ত অন্তত ১০টি ডকুমেন্টস তার কাছে আছে।