২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
শিরোনাম:

চিতা বিড়াল মেরে ফেসবুকে উল্লাস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় জনগণ। শুধু তাই নয় বিড়ালটির মরদেহ নিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। ছবি তুলে তা পোস্ট করেন ফেসবুকে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয়রা জানান, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি চিতা বিড়ালটিকে গ্রামের পাশের একটি ঝোপের ভেতর লুকিয়ে থাকতে দেখেন। তারা এটিকে বাঘের বাচ্চা বলে গ্রামবাসীর মধ্যে প্রচার করেন। এতে লোকজন ওই প্রাণীটিকে ধাওয়া করে। একপর্যায়ে তারা বিড়ালটিকে পিটিয়ে হত্যার পর মিছিল করেন। এ সময় অনেকেই মৃত প্রাণীটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, স্থানীয় লোকজন মৃত প্রাণীটিকে তুলে ধরে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

রোববার (২৩ জানুয়ারি) সকালে যোগাযোগ করা হলে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘স্থানীয়রা প্রাণীটিকে বাঘ মনে করে মেরে ফেলেছেন। অনেকে এটিকে মেছো বিড়ালও মনে করতে পারেন। কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে ‘চিতা বিড়াল।’ বিরল প্রজাতির প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির পথে। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে কিছুসংখ্যক রয়েছে। এটি কখনো মানুষকে আক্রমণ করে না।’

তিনি আরো বলেন, ‘চিতা বিড়াল হত্যার ঘটনায় চুনারুঘাট থানায় পাঁচ-ছয় জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘আমি এ বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা করব। যেহেতু স্থানীয়রা আতঙ্কিত হয়েই বন্যপ্রাণী ধরছে এবং মারছে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘নিরীহ একটি বন্যপ্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।’