১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪
শিরোনাম:

কিউকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু

ফস্টার করপোরেশন লিমিটেডে কিউকমের ৬ হাজার ৭২১ জন গ্রাহকের আটকে থাকা ৫৯ কোটি টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) ২০ জন গ্রাহককে মোট ৪০ লাখ টাকা ফেরত দেওয়া হলো। বাকি গ্রাহকদেরও আটকে থাকা টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

কিউকমের ৩৯৭ কোটি টাকা পেমেন্ট গেটওয়ে ফস্টারে আটকে রয়েছে। এর মধ্যে ক্রেতাদের অন্তত ১৬৬ কোটি টাকা রয়েছে, যার বিপরীতে ই-কমার্স প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি করেনি। এসব টাকা ফস্টারের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে।