২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:২৩
শিরোনাম:

সৌদিতে হুতির হামলায় বাংলাদেশিসহ আহত ২

সৌদি আরবে যাজানে একটি শিল্পাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে। যাজান শহরের উত্তরে ইয়েমেনের সঙ্গে সৌদির সীমান্ত রয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সৌদি গ্রেজেট অনলাইনে এ তথ্য নিশ্চিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিকদের যানবাহন ও ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দুজন বাংলাদেশ ও সুদান বংশোদ্ভূত।

সৌদি জোট জানায়, হুতি বিদ্রোহীরা সৌদি রাজ্যের পশ্চিম দিকের শিল্পাঞ্চলে হামলার টার্গেট করছে।জোটটি আরও জানায়, ইয়েমেনের আল-জুফ গভর্নরেট থেকে আসা দুটি ড্রোন আটকে ও ধ্বংস করে দিয়েছে।

এর আগে স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তেলের ট্রাক বিস্ফোরণে দুই ভারতীয়সহ এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে ইরানঘনিষ্ঠ হুতি আন্দোলন। জ্বালানি সমৃদ্ধ মারিব ও সাবওয়া অঞ্চলে হুতিদের বিরুদ্ধে অভিযানে আরব জোটের হয়ে সম্প্রতি লড়াইয়ে অংশ নিয়েছে আমিরাত।
হুতিরা বলছে, তারা আমিরাতের গভীরে সামরিক অভিযান পরিচালনা করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
২০১৯ সালে ইয়েমেনে সামরিক উপস্থিতি কমিয়ে দিয়েছিল আমিরাত। কিন্তু ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহসহ বিভিন্ন সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে।