২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮
শিরোনাম:

বরিশালকে হারিয়ে জয়ে ফিরলো ঢাকা

ফরচুন বরিশালের দেওয়ার লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় মিনিস্টার ঢাকা। মাত্র দশ রান তুলতেই চার টপ অর্ডারের ব্যাটারকে হারায় তারা। ব্যর্থ হয়ে ফেরেন টানা দুই ম্যাচের অর্ধশতক পাওয়া তামিম ইকবালও। বিপদে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম। আর শেষটুকু রঙিন করে তোলেন আন্দ্রে রাসেল। তাতেই টানা হারের পর জয়ের দেখা পেল ঢাকা।

আজ সোমবার বিপিএলের পঞ্চম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে ঢাকা। বরিশালের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়ায় ২ ওভার ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান তোলেন রিয়াদ। ১৫ বলে ৩ চার ও দুই ছয়ে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে তৃতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন বরিশালের পেসার আলজারি জোসেফ। ওভারের চতুর্থ বলে নাঈম শেখ ও পঞ্চম বলে জহিরুল ইসলামকে ফেরান তিনি।

বিস্তারিত আসছে….