২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৩
শিরোনাম:

নির্বাচন কমিশন আইন নিয়ে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয় : তথ্যমন্ত্রী

সুশীল সমাজের যারা নির্বাচন কমিশন আইন নিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নিউজ ২৪টিভি

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, বলেন, সংবিধানে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে। যদিও স্বাধীনতার ৫০ বছরেও সে আইন হয়নি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি সংলাপে বসেছিলেন। বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী আইনের মাধ্যমে কমিশন গঠনের কথা বলেছেন।

সুশীল সমাজের প্রতিনিধিরাও বদিউল আলম মজুমদার, শাহদীন মালিকসহ বেশ কয়েকজন আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে আইন করার জন্য তাগাদা দিয়েছিলেন, আইনের একটি রূপরেখাও তারা হস্তান্তর করেছিলেন। তখন আইনমন্ত্রী বলেছিলেন, ‘এখন আইন করতে গেলে খুব তাড়াহুড়ো হবে’। সুশীল সমাজের পরামর্শ ছিল, তাড়াহুড়ো হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনটি করা হোক। জাগো নিউজ

একই সঙ্গে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের যেন কেও রাজনৈতিক ক্রীড়ানক হিসেবে ব্যবহার না করে। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের দাবি-দাওয়ার প্রতি সরকার সহানুভূতিশীল। আমরাও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছি। ভিসির পদত্যাগের জন্য আমি নিজেও ছাত্ররাজনীতি করার সময় আন্দোলন করেছি। ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট আমরাও করেছি, আমি নিজেও করেছি। কিন্তু আমরা কখনো বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করিনি। বাংলা নিউজ২৪.কম