১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫২
শিরোনাম:

গ্লাভস পরে ফিল্ডিং, পাকিস্তানের পেনাল্টি ও ৭ বলের ওভার

এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজ জিতেও পাকিস্তানকে ৫ রানের জরিমানা গুণতে হয়েছে। তাও ফর্মের সপ্তম স্বর্গে থাকা অধিনায়ক বাবর আজমের শিশুসুলভ এক ভুলে!

দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ইনিংসের ঘটনা। মোহাম্মদ নাওয়াজের করা ম্যাচের ২৯তম ওভারের প্রথম বল। লেগ সাইডে ড্রিফট করেন ব্যাটিং প্রান্তে থাকা আলঝারি জোসেপ। কিন্তু বাবর বল ধরতে গিয়ে উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভস ব্যবহার করেন। তাতেই ৫ রান যোগ হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে। শুধু তাই নয় নাওয়াজকে করতে হয় ৭ বলের ওভার।

বাবরের এমন কাণ্ড চোখ এড়ায়নি আম্পায়ারের। উইকেটরক্ষক ছাড়া গ্লাভস পরে অন্য কেউ ফিল্ডিং করার বিধান না থাকায় পেনাল্টির মুখে পড়ে পাকিস্তান।

যদিও ততক্ষণে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নেয় পাকিস্তান। ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩১ রান করতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১২০ রানে জয় পায় স্বাগতিক দল। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে নেয় বাবর আজমের দল।