২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

পলিথিন কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

আবু নাসের খাঁন (পলাশ) কুমিল্লা জেলা প্রতিনিধি :  কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৬ জুলাই বিসিক শিল্প নগরীর একটি কারখানায় এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সাইফুল ইসলাম কমল।

জেলা পরিদেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল ৬ জুলাই পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বিসিক শিল্প নগরী, কুমিল্লায় প্লট নম্বর: সি-১১ এ নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কারখানা থেকে ১২২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও ২৪০ কেজি পলিথিনের কাঁচামাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) ধারা লংঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য্য করে নগদ আদায় করা হয়েছে। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জনাব সাইফুল ইসলাম কমল। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মালিকপক্ষ কারখানা তালা মেরে পালিয়ে যায়। পরবর্তীতে তালা ভেঙে কারখানায় প্রবেশ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে।