২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম:

বিএনপির চারদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা

ভোলা ছাত্রদলের সভাপতি নুর আলমের মৃত্যুর ঘটনায় সারাদেশে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বৃহস্পতিবার (৪ আগস্ট) নুর আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যদিয়ে এই হত্যার হত্যার প্রতিশোধ নেয়া হবে।

ভোলায় গত ৩১ জুলাই পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত হন একজন। আহত হন জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার তার মরদেহ নিয়ে আসা হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে। সেখানে জানাজায় অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় বিএনপির মহাসচিব বলেন, আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নির্যাতন থেকে রক্ষা পেতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।নুর আলম নিহতের প্রতিবাদে সারা দেশে ৫ থেকে ৮ আগস্ট বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, ভোলায় বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও, দুপুর ১২টার পর তা প্রত্যাহার করে নেয়।