২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
শিরোনাম:

অনন্তর বিরুদ্ধে মামলা করছেন ইরানি নির্মাতা

চিত্রনায়ক অন্তত জলিলের বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন নির্মাতা মুর্তজা অতাশ জমজম। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে একথা জানান ইরানি এই নির্মাতা। পোস্টে তিনি অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন। একই সঙ্গে তেহরানে অভিযোগ নিবন্ধন ও বাংলাদেশের আদালতে মামলা করতে যাচ্ছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক লিখেছেন, ‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ডে (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল, তার কিছুই ঘটেনি। তিনি অর্ধেক প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে ছবিটি প্রযোজনা চালিয়েছেন তার কন্টেন্ট, পরিচালনা দিয়ে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই প্রযোজনার প্রধান প্রযোজক।’

বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল, ইরানি ও বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা। বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি, শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙে দেয়।’

মুর্তজা অতাশ জমজম আরও লিখেছেন, ‘বাঙালি সংস্কৃতিকে সম্মান করি এ কারণে তার সঙ্গে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো সমাধান দেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা ও বাংলাদেশের আদালতের জন্য আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া কোনো পথ খোলা রাখেননি।’

উল্লেখ্য, গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।