২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
শিরোনাম:

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে কানাডায় মানববন্ধন

১৯৭১ সনে বর্বর পাকিস্তানী সেনাবাহিনী দ্বারা বাংলাদেশে নারকীয় গণহত্যার বিষয়ে জাতিসংঘের স্বীকৃতির জন্য মন্ট্রিয়লে অনুষ্ঠিত হলো একটি সুশৃঙ্খল মানব বন্ধন । আজ ১৪ অক্টোবর-২০২২ শুক্রবার দুপুর ১২.০ ঘটিকায় “আমরা একাত্তর” এর পক্ষ থেকে মন্ট্রিয়লের সেইন্ট ক্যাথেরিন স্ট্রীট ( হাডসনস্ বে-এর সামনে ), ডাউনটাউনে ব্যনার ,ফেস্টূন, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ , কানাডার পতকা সহ প্রায় শতাধিক নারী পুরুষ এই মানব বন্ধনে অংশগ্রহন করে । এসময় শত শত পথচারী বাংলাদেশিদের এই গণদাবীর প্রতি সমর্থন জ্ঞাপন করেন । বিভিন্ন সোশাল মিডিয়া , সময় টিভি( ( শরীফ ইকবাল ) , এটিভি কানাডা ( আবদূর রহিম ) এস এ টিভি ( মোয়াজ্জেম সাজু ) মানব বন্ধনের ছবি এবং খবর প্রচার করে উক্ত দাবীর প্রতি জনমত তৈরি করে । মানব বন্ধনে অংশ গ্রহন কারীগন মুহুর্মুহু শ্লোগান , করতালি এবং বক্তব্যের মাধ্যমে সমাবেশকে মুখরিত করে তোলেন ।

মানব বন্ধন আয়োজন কারীদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে ঃ বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার আতাউর হোসেন, অনুজীব বিজ্ঞানী ড শোয়েব সাঈদ, ড. রুমানা নাহিদ সোবাহান , তাজুল মোহাম্মদ , আবদূর রহিম রনজিত মজুমদার, অলোক চৌধুরী ও শামীমা কালাম। এছাড়াও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহামান, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার , সৈয়দ রহমতুল্লা , দীপক ধর , ডক্টর শিশির ভট্টাচার্য প্রমুখ ব্যক্তি বর্গ । উক্ত মানব বন্ধন থেকে পাকিস্তান কর্তৃক ১৯৭১ সনের ২৫ মার্চ বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যার বিষয়ে জাতিসংঘের স্বীকৃতির জন্য জোর দাবী জানানো হয়। 🛑বিশেষ উল্লেখ্য যে তিনটি সংগঠন -🔸 আমরা ‘৭১ 🔸 প্রজন্ম ‘৭১ এবং 🔸 বাংলাদেশ সাপোর্ট গ্রুপ জাতিসংঘে আবেদন জানিয়ে আসছিল স্বীকৃতির দাবিতে। আবেদন গৃহিত হয়েছে। গেল ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে একদফা আলোচনাও হয়েছে। আর পুরো মাস জুড়ে বিশ্বের দেশে- দেশে এ রকম কর্মসূচিও পালিত হচ্ছে।