২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪০
শিরোনাম:

ছাত্রলীগ নেতার ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ দেখে অজ্ঞান ছাত্রী!

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিরপুর বাঙলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করায় ওই ছাত্রীর সহপাঠীকে মারধর ও তাদের কাছ থেকে টাকা আদায় করারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘গত বৃহস্পতিবার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে তিতুমীর কলেজে যাই। পরীক্ষা শেষে সহপাঠী এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বনানী থানা ছাত্রলীগের সহসভাপতি ইমাম হাসান শুভ আমাকে উত্ত্যক্ত করেন। একাধিকবার অশ্লীল অঙ্গভঙ্গি করে নানা ইঙ্গিত দিতে থাকে। এ ঘটনার প্রতিবাদ করলে তারা ইট ছুড়ে মারেন। এরপর শুভ ও তার সহযোগীরা আমার বন্ধুকে মারধর করে। বন্ধুকে মারার প্রতিবাদ করলে শুভ তার বাইক ভাঙার ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে ২০-২৫ জন মিলে নানাভাবে আবারও হেনস্তা করে। এ সময় আমি অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যাই। পরে আমার বান্ধবীরা মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করে। এ ঘটনার পর তারা তিন হাজার টাকা আদায় করে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরে থেকে শুভ বিভিন্ন ব্যক্তিকে দিয়ে ফোন দিয়ে মীমাংসার জন্য চাপ দিচ্ছে। তবে, আমি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। কারণ টাকা নেওয়া ছাড়াও তারা আমাকে ও আমার সহপাঠীকে নানাভাবে হেনস্তা করেছে।’

এ বিষয়ে জানতে ইমাম হাসান শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এই শুভ ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিতুমীর কলেজের পটুয়াখালী ছাত্র কল্যাণ সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে জানতে তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, ‘আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতিকে জানিয়েছি। এখন তারা যেটা বলবে আমরা সেই সিদ্ধান্ত নেব। এছাড়া অন্য যারা জড়িত ছিল তাদের আমরা ডেকেছি। কথা বলে কারও সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, ‘আমি এ ঘটনার একটি ভিডিও দেখেছি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত ছেলেটিকে ডাকা হবে। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’