১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬
শিরোনাম:

সৌদিতে ১৯,৩৫,৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই বাংলাদেশীসহ ৯জন গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি  :  সৌদিআরবে মাদকদ্রব্য অ্যামফিটামিনের (ইয়াবা)ট্যাবলেট পাচারকালে
দুইজন বাংলাদেশী নাগরিকসহ ৯জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী।
ওমানের সালতানাতের কাউন্টারপার্ট এজেন্সির সহযোগিতায় সৌদিআরবে ১৯লক্ষ ৩৫হাজার ৯শত ৮৫ পিছ মাদকদ্রব্য অ্যামফিটামিন(ইয়াবা)ট্যাবলেটের চালান পাচারকালে জাকাত ট্যাক্স এবং শুল্ক বিভাগের আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের সমন্বয়ে আটক করা হয়।
গতকাল ট্যাক্স এবং শুল্ক বিভাগের আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী রিয়াদের একটি গুদামে লোহার মেশিনের একটি চালানের ভিতরে লুকিয়ে রাখা এসব মাদক জব্দ করেন এবং ৯ জন অভিযুক্ত চোরাকারবারিকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন সৌদি নাগরিক,একজন উপসাগরীয় নাগরিক,একজন সিরিয়ার নাগরিক,দুইজন বাংলাদেশী নাগরিক এবং দুইজন পাকিস্তানি নাগরিক রয়েছে।
মাদকদ্রব্য পাচারকারী সকল আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।