২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
শিরোনাম:

ছাত্রীকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করলেন শিক্ষিকা!

প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো জাতি-ধর্ম। তবে এমন প্রেমের কথা খুব কম লোকই শুনেছেন যে বিয়ে করার জন্য নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির রাজস্থানের এক স্কুলশিক্ষিকা তার লিঙ্গ পরিবর্তন করে রোববার (৬ নভেম্বর) এক ছাত্রীকে বিয়ে করেছেন। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভরতপুরের মীরা নামে একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা তার ছাত্রী কল্পনা ফৌজদারের প্রেমে পড়েন। পরে তাকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেন তিনি।

মীরা এখন তার নাম পরিবর্তন করে রেখেছেন আরভ কুন্তল। তিনি বলেন, ‘ভালোবাসার জন্য সবকিছু নায্য এবং এ জন্য আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি।’

স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালীন কল্পনার সঙ্গে মীরার দেখা হয়। কল্পনা রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন। ২০২৩ সালের জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে দুবাই যাবেন বলে জানা গেছে।

আরভ জানান, স্কুলের খেলার মাঠে কথোপকথনের সময় কল্পনার প্রেমে পড়েছেন। তবে তিনি সবসময় ছেলে হতে চেয়েছেন। তিনি বলেন, ‘আমি একটি মেয়ে হয়ে জন্মেছিলাম, কিন্তু আমি সবসময় ভাবতাম আমি একজন ছেলে। আমার লিঙ্গ পরিবর্তন করার জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।’

কল্পনা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আরভের সঙ্গে প্রেম করছি। অস্ত্রোপচার না করলেও তাকে বিয়ে করতাম। আমি ওকে প্রথম থেকেই ভালোবাসতাম। অস্ত্রোপচারের জন্য আমি তার সঙ্গে গিয়েছিলাম।’

ভারতে এ ধরনের বিয়ে অপ্রচলিত এবং বিরল হলেও দুই পরিবারই এ বিয়ে মেনে নিয়েছে।