২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯
শিরোনাম:

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবধারিতভাবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আক্রমণভাগে তার সঙ্গী পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা।

আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। দীর্ঘ দিনের সেই শিরোপা খরা এবার কাটাতে চায় মেসি বাহিনী। সে লক্ষ্যেই ভেবেচিন্তে খেলোয়াড় বাছাই করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মেসি সেখানে তার সবচেয়ে বড় ভরসার নাম। তার নেতৃত্বেই তো গত বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তে শিবির।

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই জয়ের নায়কও আছেন দলে। ২০১৪ সালের বিশ্বকাপের শেষভাবে ইনজুরিতে পড়েছিলেন তিনি। অনেকে মনে করেন, মারিয়া থাকলে সেবার জামার্নির শিরোপা জেতার পরিবর্তে চিত্রটা অন্য রকমও হতে পারত।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।