২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
শিরোনাম:

১১৫ ফুট উপর থেকে ছোড়া বল রিসিভ করে নেইমারের চমক (ভিডিও)

২০০২ সালের সর্বশেষ বিশ্বসেরা হওয়ার পরে দুই দশক ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি ব্রাজিলের দল। ২০১৮ সালেও রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন নেইমাররা এবং ২০১৪ সালে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিলো তারা। তবে এবার ষষ্ঠ ট্রফির সন্ধানে নামছে ব্রাজিল। বিডি প্রতিদিন, বাংলানিউজ

২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। ২৫ নভেম্বর ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এবারের বিশ্বকাপের অনুশীলনে চমক দেখিয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। গতকাল মঙ্গলবার দলীয় অনুশীলনে ৩৫ মিটার বা ১১৫ ফুট উপর থেকে আসা বল রিসিভ করে হৈচৈ ফেলে দিয়েছেন নেইমার। অত উপর থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় রিসিভ করা চাট্টিখানি কথা নয়। কিন্তু নেইমার জুনিয়র দেখালেন, এটা তার জন্য কোনো ব্যাপারই নয়। পিএসজি ফরোয়ার্ডের এই বল রিসিভের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রোনের সাহায্যে ৩৫ মিটার ওপর থেকে ফুটবল ফেলে দেওয়া হয় নিচে। এত উঁচু থেকে আসা বল রিসিভ করে সবাইকে তাক লাগিয়ে অবলীলায় সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নেন ব্রাজিল সুপারস্টার!

নেইমার এত স্বাভাবিকভাবে এক টাচে বলটা নিয়ন্ত্রণে নিয়েছেন, যেন এটা তার কাছে কোনো ব্যাপারই না। বিশ্বকাপের আগে তার এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে। সতীর্থরাও সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। সবার মুখে তখন তৃপ্তির ছাপ। কারণ বিশ্বকাপের আগে দলের প্রথম অনুশীলনেই নিজের প্রস্তুতিটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন নেইমার। সম্পাদনা: জেরিন আহমেদ

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন