১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১
শিরোনাম:

বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

মাদারীপুরের ডাসারে বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, ‘আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আমাদের কমপক্ষের ২০ জন আহত হয়েছে।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সিরাজ মল্লিকের নেতৃত্বে শতাধিক লোক দিলীপ মাতুব্বরের ও জাকির মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রাতে ও সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।