২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
শিরোনাম:

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া, পরিসংখ্যানে এগিয়ে যারা

অস্ট্রেলিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। লাতিন আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিল সোমবার (৫ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। রাত ১টায় তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এ ম্যাচের আগে চলুন দেখে নেয়া যাক মুখোমুখি দেখায় পরিসংখ্যানে কোন দল এগিয়ে।

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।

বিশ্বকাপে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি, ৬টিই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে তারা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।

ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া যে ম্যাচটায় জিতেছিল, তার স্কোরলাইন ১-০। অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৫-১ গোলের। সর্বপ্রথম ১৯৯৫ সালে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে ব্রাজিল জিতে ১-০ গোলে। সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।