২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০০
শিরোনাম:

বাংলাদেশিকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

কূটনৈতিক প্রতিবেদক: কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মী মো. জামাল উদ্দিনকে (৪১) মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে জানিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রায় ২০ বছর ধরে কুয়েতে থাকা জামালের নিয়োগকর্তার অভিযোগের প্রেক্ষিতে ২৬ জানুয়ারি ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন কাজ করতেন।

টানা ৩দিন গাড়ি না ধোয়ায় বাংলাদেশি কর্মী জামাল উদ্দিনকে বেধড়ক মারধর করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার বাড়ি ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিউনের পুরান বাক্তার চরে।