২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম:

রব্বনীর মাথায় ‘ধোঁয়া ওঠা’ পরীক্ষা করল মেডিকেল টিম

নাটোরের বাগাতিপাড়ার পান খেলে ধোঁয়া বের হওয়া সেই গোলাম রব্বানীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করলেন ঘটনার তদন্তে গঠিত মেডিকেল টিম। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে মেডিকেল টিম তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা পাননি বলে জানিয়েছেন ওই টিমের সদস্যরা। বিষয়টি জানতে আরও অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলেও জানান তারা।

মেডিকেল টিমের প্রধান বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনাটি তদন্তে গঠিত আমাদের তিন সদস্যের দলটি গোলাম রব্বানীর কেস হিস্ট্রি স্টাডি করছি। ওই দলে আমিসহ আরও দুই সদস্যরা হলেন বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালট্যান্ট ডা. এএইচএম আনিসুজ্জামান পিয়াস ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান। মেডিকেল টিম দীর্ঘ সময় রব্বানীর শরীরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন। তার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, কাঁচাসুপারি দিয়ে পান খেলে অনেকের শরীর ঘেমে যাওয়া, মাথা ঘোরার মতো কিছু ঘটনা ঘটে। তা ছাড়া কাঁচাসুপারির মধ্যে থাকা উপাদান শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। বাষ্পীভূত প্রক্রিয়ার মাধ্যমে সেই তাপমাত্রা কমানো শরীরের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটি স্বাভাবিক ঘটনা।

ডা. আব্দুর রাজ্জাক আরও জানান, তারা গোলাম রব্বানীর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চান। তারা খুঁজে দেখবেন মেডিকেল সায়েন্সের কোনো কিছুর সঙ্গে এই ধোঁয়া বের হওয়ার বিষয়টি যুক্ত আছে কিনা। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন।

এ দিকে, মেডিকেল দলের ডাকে আজ সকাল সাড়ে ১০টায় নিজের স্ত্রী তানিয়া সুলতানাকে সঙ্গে নিয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন গোলাম রব্বানী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মাথা থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ভাইরাল হওয়ায় হাসপাতাল থেকে আমাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ডাকা হয়েছে। এই কারণে আমি এখানে এসেছি।’

তিনি আমাদের সময়কে বলেন, ‘আমাকে এখনো মেডিকেলে রাখা হয়েছে। পরীক্ষার জন্য আমার রক্তের নমুনা নেওয়া হয়েছে। তবে আমাকে প্রাথমিকভাবে কাঁচাসুপারি না খাওয়ার পরামর্শ দিয়েছেন।’

প্রসঙ্গত, পেশায় গরু ব্যবসায়ী গোলাম রব্বানী কাঁচাসুপারি দিয়ে পান খেলে গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া বের হয়। পান শেষ হয়ে গেলে তার ধোঁয়া ওঠাও বন্ধ হয়। এতে তার শারীরিক কোনো সমস্যা হয় না। বিষয়টি নিয়ে গত ২৫ জানুয়ারি ‘পান খেলেই মাথা থেকে বের হয় ধোয়া’ শিরোনামে এবং ১ ফেব্রুয়ারি ‘সেই রব্বানীর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম’ শিরোনামে আমাদের সময়ে সংবাদ প্রকাশ হয়। এর পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বিরল ও বিস্ময়কর এই ঘটনায় তিনি এখন ‘ধোঁয়া মানব’ হিসেবে পরিচিতি পেতে শুরু করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চকগাজীপুর গ্রামের বাসিন্দা।