নেয়ামুল হক গজারিয়া প্রতিনিধি
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সালে প্রথমবারের মতো এই দিবস উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”।
দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা “জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪” এবং “পরিবেশ মেলা-২০২৪” উদ্বোধন করেছেন।
বুধবার সকালে নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলজ ও বনজ ও তার পাশাপাশি উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্য গনের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের গাছের চারা রোপন করে পরিবেশ রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান হয়।
সারা উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় সহ একুশ টি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।