স্টাফ রিপোর্টার : মেধার অন্বেষণ প্রতিহিংসায় কেহ দমিয়ে রাখতে পারে না, তারই প্রতিফলন অর্জন করল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ রুনা আক্তার।
রুনা প্রাথমিকে ছিল মেধায় অনন্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে জিপিএ ফাইভ অর্জনের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মর্যাদাশীল মেধার অন্যান্য উদাহরণ রেখে চলছে।
রুনা টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের হারুন অর রশিদের মেধাবী কন্যা বলে জানা গেছে ।
রুনা টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান মাহফুজ সরকারের ছোট ছেলে মানিক সরকারের স্ত্রী, তিনিও একজন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ হতে প্রথম স্থানে প্রথম হয়ে রুনা প্রধানমন্ত্রীর স্বর্ণপদকে ভূষিত হন।
তার এই কৃতিত্বের ধারাবাহিকতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল ইংরেজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সহকর্মী, আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষকগণ আনন্দে উচ্ছ্বলিত।
হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান রুনার এই কৃতিত্বে আমার বিদ্যালয় সহ সকল গজারিয়ার ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। রুনার জন্য দোয়া ও শুভকামনা রইল।