৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০০
শিরোনাম:

গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ

স্টাফ রিপোর্টার: গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ২ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেয়ামুল হক নয়ন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় তিনশ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ২০২৩-২৪ অর্থ বছরের বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ৩য় ও ৪র্থ্ এবং বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৫ম,৬ষ্ট ও ৭ম, ৮ম ব্যাচের ৩০০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৩০ লক্ষ টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের প্রায৪০/৮০দিনের প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়।

Loading