৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১১
শিরোনাম:

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহআলী এলাকায় মাভেল ভুইয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি চক্র। সমাজের বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডে তিনি জড়িত থাকলেও তার বিরুদ্ধে নেতিবাচক কর্মকান্ডের অভিযাগ তোলা হচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের কাছে বিভ্রান্তিমূলক খবর দিয়ে প্রচারের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে মাভেলের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করায় একটি চক্র। ওই সংবাদে তাকে চরম হেয় করা হয়। এমনকি তার বক্তব্যও নেয়া হয়নি। যা গণমাধ্যম কর্মীদের অন্যতম কাজ। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।

মাভেল ভুইয়া জানান, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। তিনি এ ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তেক্ষেপ কামনা করেছেন।

Loading