স্টাফ রিপোর্টার: গজারিয়া কলিম উল্লাহ কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটক মোনতাজ উদ্দিন মর্তুজা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, কলেজ থেকে আটক করে আমরা থানায় এনেছি। ১৩ই আগস্টে হোসেন্দী ইউনিয়নে টানবলাকীতে বিএনপির দলীয় কার্যালয়ের ভাঙচুরের সম্পৃক্ত থাকায় নিয়মিত মামলার রজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।