জাতীয় পার্টি থেকে বহিস্কৃত সাবেক কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ তার ছেলে কাজী সোয়েব রশিদসহ ৪ জনের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানী মামলা দায়ের হয়েছে। ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন আদালতে গত ১৬ জানুয়ারি মামলাটি দায়ের করেন রিফাতুতজ্জামান নামের এক ভুক্তভোগী। মামলার অন্য দুই আসামি হলেন ফখরুল আহসান শাহাজাদা ও মিজান ওরফে কাইল্যা মিজান। মামলাটি তদন্ত করে আগামি ১৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দেয়ার জন্য পিবিআিইকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বাদী রিফাতুজ্জামানের বিরুদ্ধে বেসরকারী এক টেলিভিশনে মিথ্য তথ্য সরবরাহ করেছেন আসমামিরা। তাদের দেয়া তথ্যে বিকৃত সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিকভাবে তার মান সম্মান ক্ষুন্ন হয়।
বাদি জানতে পারেন, এই আসামিরা পরস্পর যোগসাজোশে বাদির মান সম্মান ক্ষুন্ন করতেই এমন অপপ্রয়াস চালিয়েছেন। বাদি বলেন, আসামিরা সংবাদ প্রকাশের পর ১০ লাখ টাকা চাঁদাদাবি করেছেন। না দিলে আরো বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের হুমকিও দেন। এছাড়াও আসামিরা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ঘনিষ্ট সহযোগী। তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণও করে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।