১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে দুটি মাদক বিরোধী অভিযান আটক ০২

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ২৭-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৪.৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যাক্ত ইট ভাটার ভিতরে গাজা বিক্রয়ের জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ (২৮) পিতা আইজুল থানা বদলগাছী জেলা নওগাঁ এর হেফাজত হতে ১ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়।

একই দিনে মাদক বিরোধী অপর একটা অভিযানে ১৬.৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা হতে আসামী মজিদ (৫৪) পিতা চান মিয়া সাং হলুদ গ্রাম থানা বদলগাছি জেলা নওগাঁ এর বসত বাড়ির সামনে হতে তার গতি বিধি সন্দেহজনক হুওয়া তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি মজিদের হেফাজত থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।

Loading