১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৯
শিরোনাম:

কুবিতে প্রশাসনিক ৩ পদে রদবদল

কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনিক ৩টি পদে রদবদল আনা হয়েছে। ২৮শে সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ বিষয়টি জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, সহকারী প্রক্টর পদে একজন ও আবাসিক হলে নতুন দুই শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছেন গণিত বিভাগের প্রভাষক মো. জনি আলমকে এবং কাজী নজরুল ইসলাম হল ও নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হানকে ও অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদকে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন আরও বলেন, নিয়োগ প্রাপ্তদের যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তদের বিধি অনুযায়ী আর্থিক সুবিধা দেওয়া হবে।
Attachments area