৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
শিরোনাম:

বিশ্বের ৬০,০০০ মুসলিমকে এ বছর হজ্জ করার অনুমতি দিতে পারে সৌদিআরব

পাকিস্তান প্রধানন্ত্রীর ধর্ম বিষয়ক বিশেষ প্রতিনিধি মাওলানা তাহির আশরাফির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, কোন দেশ থেকে কত সংখ্যক ব্যাক্তি সৌদিআরবে হজের জন্য যেতে পারবেন তা সৌদি কর্তৃপক্ষ্য আগাম দেশগুলোকে জানাবে। তবে এই সংখ্যা ৬০ হাজারের উপরে যাবে না। (সূত্র জিও টিভি)

এবারে হজ করতে পারবেন না ১৮ বছরের নীচে ও ৬০ বছরের উপরের বয়সীরা। যারা হজের জন্য নির্বাচিত হবেন তাদের অবশ্যই টিকা নিতে হবে। সৌদী আরবে পৌছার পর তাদের বাধ্যতামূলক ৩ দিনের নিভৃতবাস (কোয়ারেন্টাইন) থাকতে হবে।