৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

চায়নার তৈরি দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সৌদিআরব, করা যাবে ওমরাহ্‌ হজ 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের আবিষ্কৃত দুই ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। গত বুধবার ২৫ আগস্ট গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হযেছে।

এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,চীনা দুটি টিকা অনুমোদন করা হয়েছে ,এদের মধ্যে সিনোভ্যাক ও সিনোফার্মের ডোজ যারা গ্রহণ করেছেন তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে। বুস্টার দোজ হিসেবে যারা এই দুই টিকার একটি গ্রহণ করেছেন তারাও প্রবেশ করার অনুমতি পাচ্ছেন I

পূর্বে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে,চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়াতে সৌদি আরবে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ পালন করতে পারবেন I