৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম:

‘বাধ্য হয়েই’ বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনোভাবেই বিএনপিকে সড়কে সমাবেশ করতে দেওয়া হবে না। নয়াপল্টনে সহিংসতার জন্য বিএনপিই দায়ী। সেখানে ‘বাধ্য হয়েই’ বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।’

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষে ৪৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে আর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে, বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অধিকাংশ পুলিশ সদস্য আহত হয়েছেন বোমায়। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কাঁদুনে গ্যাস মেরেছে।’

তিনি বলেন, ‘বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন আগায় আনতে বলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভালো জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়। রাস্তায় সমাবেশ হবে না।’

বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করা নিষিদ্ধ হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘কালশিতে (মিরপুরের) বড় মাঠ আছে, সেখানে করলে সমাবেশ করলে কোনো সমস্যা হবে না। সেখানে পুলিশ ও সরকার সহযোগিতা করবে।’

এসময় মন্ত্রী বিএনপিকে ‘একগুঁয়েমি’ ছেড়ে কোনো মাঠে সমাবেশ করার আহ্বান জানান।

সমাবেশস্থল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মনোভাবে পরিস্থিতি নাজুক হওয়া যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে সামনে উভয় পাশের সড়কের ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ। ব্যারিকেড তুলে নিলেও সড়কের উভয় পাশে অনেক পুলিশ মোতায়েন রয়েছে। আর বিভিন্ন অলিগলির মুখেও রয়েছে অনেক পুলিশ সদস্য।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।’