১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
শিরোনাম:

ইতালিতে ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ৫১ চিকিৎসকের মৃত্যু!, ৫১ চিকিৎসকের মৃত্যু!

মরণঘাতী করোনাভাইরাসে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে চিকিৎসা করোনা যুদ্বে কমপক্ষে ৫১ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী।

ইতালির চিকিৎসক ফাউন্ডেশন জানিয়েছে, ইতালিতে করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন।

জানা গেছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের প্রায় বেশির ভাগই ইতালির লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। আর বাকি সব নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) এলাকায় কাজ করতেন।

এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে সাত হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে।