১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৭
শিরোনাম:

ইরানের রণতরীতে গুলি চালাতে ট্রাম্পের নির্দেশ

মার্কিনি জাহাজ হয়রানি করা ইরানি রণতরীগুলো গুলি করে ডুবিয়ে দিতে দেশটির নৌ সেনাদের নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় এ নির্দেশনা দেন ট্রাম্প। সিএনএন

এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, যদি সমুদ্রে আমাদের জাহাজগুলোতে ইরানি রণতরীগুলো হয়রানি করে, তাহলে গুলি করে রণতরীগুলো ডুবিয়ে দেয়া হবে। এ নির্দেশনা আমি মার্কিন নৌসেনাদের দিয়েছি।

টাম্পের এমন টুইটের পরে পেন্টাগনের এক কর্মী টুইটবার্তায় লেখেন, ট্রাম্পের এ টুইট আইনত একটি আদেশ হিসেবে ধরা হয়েছিলো। তবে চলমান কোন আইনের পরিবর্তন ঘটাচ্ছে না এ আদেশ।

এ বিষয়ে দেশটির সহকারী প্রতিরক্ষা সচিব ডেবিড নরকুয়িস্ট সাংবাদিকদের বলেন, ইরানি রণতরীগুলোকে কড়া সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, আমাদের জাহাজগুলোর কি আত্মরক্ষার অধিকার নেই? কোন বিষয়ে নাক গলানোর আগে মানুষকে বুঝতে হবে আত্মরক্ষার অধিকার প্রত্যেকেরই আছে।