১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
শিরোনাম:

নবী দাবি করার অ’পরা’ধে আদালতেই গু’লি করে হ’ত্যা

পাকিস্তানে ধর্ম অব’মান’নার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালত কক্ষের ভেতর গু’লি করে হ’ত্যা করা হয়েছে। বুধবার পেশওয়ারের একটি আদালতে মা’মলার শুনানি চলাকালীন এ হা’মলা চালানো হয়। স্থানীয় প্রশাসন জানায়, হা’মলার পরপরই ঘটনাস্থল থেকে আ’ট’ক করা হয়েছে হা’ম’লাকারীকে। প্রাথমিক জিজ্ঞাসায় দোষ স্বীকারও করেছেন তিনি।

গু’লিতে নি’হ’ত তাহির আহমেদ নাসিম নিজেকে নবী দাবি করেছিলেন বলে অভিযোগ ছিলো। এতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে অব’মান’না করা হয়েছে। পাকিস্তানে ধর্মীয় অব’মান’না আইনে সর্বোচ্চ শাস্তি মৃ’ত্যুদ’ণ্ড। যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি দেয়া হয়নি কাউকে। তবে ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময় অভিযুক্তদের ওপর হা’ম’লা চালিয়ে হ’ত্যা করা হয়েছে কমপক্ষে ৭৭ জনকে।