২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৬
শিরোনাম:

হেলথমেন এবং দুইজন তরুন উদ্যোক্তার গল্প

দেশের স্বনামধন্য টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি অন্যতম সুপরিচিত এবং আস্থার নাম হেলথমেন। গুটি গুটি পায়ে পথ চলে হেলথমেন দেশের প্রত্যেকটি অঞ্চলজুড়ে প্রতিদিন প্রায় শতাধিক রোগীকে অনলাইনে স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসাসেবায় অনন্যতা ও কর্মশৈলী প্রদর্শনের মধ্য দিয়ে এক বছর পারি দিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলেও, রোগীদের দুর্ভোগ ও ঝামেলাহীন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই স্বল্পসময়ের মধ্যেই দেশবিদেশজুড়ে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষকে আধুনিক চিকিৎসাসেবার সাথে পরিচয় করাতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো, দেশের যেকোনো প্রান্ত থেকেই মানুষের নিকট সবচেয়ে সহজেতম মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।

দেশের প্রত্যেকটি মানুষের সুচিকিৎসার নিশ্চিত করার লক্ষ্যে এখানে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি ফার্মাসিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট সহ সংশ্লিষ্ট সকল স্বাস্থসেবী নিয়ে ৭০ জনের টিম স্বাস্থ্যগত যেকোনো সমস্যা সমাধানে নিরলসভাবে (২৪/৭) সেবা নিশ্চিত করে যাচ্ছেন। হেলথমেন এর প্রতিষ্ঠাতা দুইজন তরুন, নাকিব কামরান, পাভেল রহমান তন্ময়, একজন মেডিকেল ফিফথ ইয়ার স্টুডেন্ট( শমরিতা মেডিকেল কলেজ) এবং একজন ফার্মাসির ফিফথ ইয়ার স্টুডেন্ট(ঢাকা বিশ্ববিদ্যালয়) এই প্রথম দুই পেশার দুইজন তরুন এর নিরলস চেষ্টায় মানুষকে আধুনিক চিকিৎসাসেবার সাথে পরিচয় করাতে সক্ষম হয়েছে। তারা বলেন অতি শীঘ্রই হেলথমেন অ্যাপ আসার কথা রয়েছে, এতে করে চিকিৎসা সেবা আরো সহজলভ্য, সন্নিবেশিত ও সামঞ্জস্যপূর্ণ হবে।

https://www.facebook.com/healthmen.services/