২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
শিরোনাম:

অবশেষে বন্ধ হচ্ছে বাংলাদেশের ফেসবুক

অবশেষে বাংলাদেশের ডট বিডি ডোমেইনে কেনা ফেসবুকের সাথে মিল থাকা ডোমেইনটি বন্ধের আদেশ দিয়েছেন আদালত। অন্তর্বর্তীকালীন এই আদেশের পাশাপাশি কেন ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ হবে না তা জানতে চেয়েও নোটিশ জারি করা হয়েছে।

এর আগে ফেসবুক.কম.বিডি নামে একটি ডোমেইন কিনে রাখার দায়ে বাংলাদেশি নাগরিক এস কে শামসুল আলমের নামে ৫০ হাজার মার্কিন ড’লার বা ৪৪ লাখ টাকা ক্ষতিপুরণ দাবি করে মামলা দায়ের করে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ (সোমবার) ঢাকা জেলার জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এই আদেশ জারি করেন।

সোমবার এ মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম। শুনানি শেষে আদালত ফেসবুক.কম.বিডি নামে বিটিসিএল থেকে বরাদ্দ নেয়া ডোমেইনটির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে ‘ফেসবুক.কম.বিডি’ নামে ডোমেইনটি ২০০৮ সালে বরাদ্দ নেন এস কে শামসুল আলম।