২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০
শিরোনাম:

আফগানিস্তানে নারী ভলিবল খেলোয়াড়ের শিরশ্ছেদ

আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরশ্ছেদ করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। পারসিয়ান ইন্ডিপেন্ডন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির কোচ এই অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পারসিয়ান ইন্ডিপেন্ডেন্টকে ওই দলের কোচ জানান, অক্টোবরের শুরুতে মাহজাবিন হাকিমি নামে এক নারী খেলোয়াড়কে হত্যা করেছে। কিন্তু কেউ বিষয়টি জানতে পারেনি। কারণ, তালেবান যোদ্ধারা নিহতের পরিবারকে হুমকি দিয়েছে বিষয়টি কাউকে না বলতে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছেন মাহজাবিন। তিনি ছিলেন ক্লাবটির একজন তারকা খেলোয়াড়। কিন্তু কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত গলার ছবি প্রকাশিত হয়েছে।

দলটির কোচ জানান, দলের মাত্র দুজন খেলোয়াড় আগস্টে আফগানিস্তান ছেড়ে পালাতে পেরেছে। আটকেপড়াদের একজন ছিলেন মাহজাবিন।

কোচের অভিযোগ, তালেবান ক্ষমতা দখলের পর নারী ক্রীড়াবিদদের শনাক্ত ও ধরার চেষ্টা করছে। আফগান নারী ভলিবল দলের সদস্যদের মধ্যে যারা বিদেশে ও দেশে খেলেছেন এবং সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তাদের বিশেষভাবে খুঁজছে তালেবান।

আফগানিস্তানে নারী ভলিবল দল ও নারী ক্রীড়াবিদরা খারাপ পরিস্থিতিতে রয়েছে। অনেকেই পালাতে ও আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন।