২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৪
শিরোনাম:

নিউইয়র্কে ভ্যাকসিন পরীক্ষক আটকা পড়লেন নিজের ফাঁদে

নিউইয়র্ক সিটির একটি রেস্তোরাঁ পরিদর্শনে যান নারী স্বাস্থ্য পরিদর্শক বেনেডিক্টা ওপারা। ওই রেস্তোরাঁর খাবারের ব্যবস্থাপক ম্যাগি কোরোনিলিয়ান ওপারার কাছে ভ্যাকসিন দিয়েছেন এমন পরিচয়পত্র দেখাতে চাইলে তিনি দেখাতে পারেননি। নিউইয়র্ক পোস্ট

কোরোনিলিয়ান বলেন, বেনেডিক্টা ওপারা সরকারি পরিচয়পত্র দেখাতে পারলেও বার, জাদুঘর, সঙ্গীতের স্থান, থিয়েটার বা নীচে অন্যান্য পাবলিক স্পেসে প্রবেশের জন্য প্রয়োজনীয় টিকা দেওয়ার প্রমাণ দেখাতে বলা হলে তিনি তা পারেননি বলে তাকে চলে যেতে বলা হয়। আরটি

ওপারা অবশ্য বলার চেষ্টা করেন আমি এখানে খেতে আসিনি বরং যারা এসেছে তাদের টিকা দেওয়ার পরিচয়পত্র আছে কি না তা দেখতে এসেছি।

টিকা দেওয়ার পরিচয়পত্র ছাড়া গ্রাহক এলে রেস্তোরাঁগুলোকে ১ হাজার থেকে ৫ হাজার ডলার জরিমানা করা হচ্ছে।